Ticker news is disabled.

উজিরপুরে ওয়ার্কার্স পার্টির সন্ত্রাস বিরোধী দিবস পালন

0

তালহা জাহিদঃ- ‘সাম্প্রদায়িক মৌলবাদী-ষড়যন্ত্র রুখে দাড়াও জঙ্গীবাদ নির্মুল করো’ এই স্লোগানকে সামনে রেখে আজ ১৭ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশর ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা কমিটির উদ্যোগে জননেতা কমরেড রাশেদ খান মেনন হত্যাচেষ্টার ২৯ তম বার্ষিকীতে ওয়ার্কার্স পার্টি ঘোষিত কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সন্ত্রাস বিরোধী দিবসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

পার্টির উপজেলা সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পার্টির জেলা নেতা কমরেড এইচ এম হারুন, উপজেলা পার্টির সাধারন সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান কমরেড সীমা রানী শীল, উপজেলা পার্টির নেতা কমরেড বিমল চন্দ্র করাতী, জাহিদ হোসেন খান ফারুক, কমরেড রফিকুল ইসলাম, ওটরা ইউনিয়ন সভাপতি আলমগীর হোসেন মৃধা, ড়াঃ বিজন মন্ডল’সহ প্রমুখ।

Share.