Ticker news is disabled.

‘উন্নয়নের চাকা আর কোন ষড়যন্ত্রেই থেমে যাবে না’

0

সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের উন্নয়নের চাকা এখন দ্রুত বেগে ঘুরছে। এই চাকাকে কোন ষড়যন্ত্র করেই আর থামিয়ে রাখা যাবে না।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের সম্মেলন কক্ষে ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০১৮’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার যোগ্যতার প্রমান দিয়েই বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে পেরেছে। খাদ্য নিরাপত্তায় আমরা ৩ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ করেছি। সমগ্র দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে মোট বাজেটের ১৩ দশমিক ৪ শতাংশ। এই খাতের মাধ্যমে সরকার দেশের বৃদ্ধ, বিধবা, তৃতীয় লিঙ্গ, দলিত জনগোষ্ঠী ও প্রতিবন্ধীসহ সকল পিছিয়ে থাকা মানুষকে একীভুত সমাজের অংশ করেছে। বাংলাদেশ এখন বিশ্বের কোন দেশের কাছেই হাত পাতে না, আর্থিক সহায়তা চায়না। কৃষিতে ব্যাপক উন্নয়ন ঘটিয়ে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বিদেশী রাষ্ট্রের কাছ থেকে সাহায্য নেয়া তো দূর, উল্টো বাংলাদেশই এখন অন্য দেশকে খাদ্য সহায়তা করে থাকে।’

বাংলাদেশের বর্তমান স্বয়ংসম্পূর্ণতা বিষয়ে মেনন আরো বলেন, ‘দেশের  মানুষ এখন শান্তিতে বসবাস করছে। বাংলাদেশকে যখন পাকিস্তানসহ কিছু দেশ অনুসরণ করে এগুনোর পরিকল্পনা করছে, বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উচু করে এগিয়ে যাচ্ছে তখন আমাদের দেশেরই কিছু লোক দেশকে আবার একটি অরাজকতা ও নৈরাজ্যের স্বর্গভূমি করার পায়তারা করছে। কিন্তু তাদের সেই স্বপ্ন আর কখনই পুর্ণ হবেনা। বাংলাদেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে সেই গতিতেই সামনের দিকে এগিয়ে যাবে, কোন ষড়যন্ত্রেই কোন ফায়দা হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মহসীন ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আরিফুর রহমান অপু উপস্থিত ছিলেন।

Share.