“বিশ্বব্যাপী যুদ্ধ, বৈষম্য, দারিদ্র্য ক্রমবর্ধমান। পূজিবাদী অর্থব্যবস্থার নয়া উদারতাবাদী দর্শন মানুষের মধ্যে বিচ্ছিন্নতা এনে দিয়েছে। আত্মসর্বস্ব, আত্ম কেন্দ্রিক করে ফেলছে। স্বার্থপরতার সংস্কৃতি গড়ে উঠছে। সাম্রাজ্যবাদী শক্তির আক্রমনও বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশে লুটেরা কালো টাকার প্রভাব সর্বগ্রাসী দূর্নীতি, ধর্মান্ধ সাম্প্রদায়িক জঙ্গীবাদী রাজনীতির সংস্কৃতির প্রভাব বৃদ্ধি, মুক্তিযুদ্ধের অর্জন থেকে পিছু হটার মত ঘটনা অব্যাহত রয়েছে। ঐ সকল অপশক্তি এবং শোষণ- বঞ্চনার বিরুদ্ধে মেহনতী জনগনের ঐক্যবদ্ধ লড়াই এখন খুবই জরুরী।মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সমাজবদলের অঙ্গীকার নিয়ে জনগনের মধ্যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করছে। প্রতিটি পার্টি কর্মীকে তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সজাগ থাকতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার এ দেশে সকল মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরন করা। সেই অঙ্গীকার আমাদের ভুলে গেলে চলবে না। জনগনের সঙ্গে থেকে, শিক্ষা নিয়ে জনগনের লড়াইয়ে থেকেই আমাদের চেতনাকে প্রতিদিন শানিত করাই হবে প্রকৃত প্রশিক্ষণ”।আজ ৯ জুন, ২০২৩ তারিখ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, উজিরপুর উপজেলা কমিটি আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও কেন্দ্রীয় সংগঠন বিভাগের ইনচার্জ কমরেড নূর আহমদ বকুল উপরোক্ত বক্তব্য রাখেন।উজিরপুর মহিলা কলেজের হল রুমে উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য, কমরেড অধ্যাপক নজরুল হক নীলু, ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন সংসদ সদস্য কমরেড এ্যাডভোকেট শেখ মো: টিপু সুলতান, ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড জহুরুল ইসলাম টুটুল, কমরেড এইচ এম হারুন, উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীমা রানী শীল প্রমুখ।প্রশিক্ষণ কর্মশালায় ১০৫ জন পার্টির সদস্য অংশ গ্রহণ করে।