ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগে দায়ের করা মামলায় বিস্ময় প্রকাশ, নিন্দা ও প্রতিবাদ –পলিটব্যুরো

0

আজ ২৮ নভেম্বর ২০২৪ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম কতৃর্ক ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মিথ্যা মামলায় ৬ বারের সাংসদ, সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অসাম্প্রদায়িক বাংলাদেশের নির্মাতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেননকে মিথ্যা মামলা জড়িত করায় তীব্র নিন্দা জানানো হয়। পলিটব্যুরোর বিবৃতিতে আরো বলা হয়, ২০১৩ সালে হেফাজতের সৃষ্ট ঘটনায় দায় তাদেরই। আইন—শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে তারা নিজেরাই নিজের কর্মী খুন করে এবং বায়তুল মোকারম এলাকায় আগুন লাগিয়ে কোরান শরিফ পুড়িয়ে যে তান্ডব সৃষ্টি করে ছিল এদেশের মানুষ সেই ইতিহাস ভুলে যায়নি। পলিটব্যুরো জননেতা রাশেদ খান মেননের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার দাবি জানান।

Share.