Ticker news is disabled.

“ওয়ার্কার্স পার্টিকে বাংলাদেশে জনগণের সংকট মোকাবিলায় নেতৃত্ব দিতে হবে।” —-নূর আহমেদ বকুল

0

সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নেই, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগনতান্ত্রিক বাংলাদেশ প্রতিক্ষার সংগ্রামে ও সমাজতন্ত্রের লড়াইকে, এগিয়ে নেওয়ার প্রত্যয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আজ ১৭ মে দেশ ব্যাপী সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি ঘোষনা করেছে। সেই লক্ষে আজ কুষ্টিয়া জেলা পার্টি কার্যালয়ে  উদবোধনী কর্মসূচির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি  ছিলেন ‘৯০ এর গন অভ্যুত্থানের অন্যতম রূপকার পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য জননেতা নূর আহমেদ বকুল। সভাপতিত্ব করেন৷ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কমরেড ফজলুল হক বুলবুল। বক্তব্য রাখেন প্রবীণ কমরেড বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, প্রবীণ কৃষক নেতা কমরেড গুজরত আলী মোল্লা, কমরেড এসরারুল হক, কমরেড আব্দুল হক, কৃষক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক লুতফুল হক পাপ্পানা, কেপিসির সাধারণ সম্পাদক ও যুবনেতা সোহেল রানা প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড হাফিজ সরকার।

প্রধান অতিথির বক্তৃতায় জননেতা নুর আহমদ বকুল বলেন, “বর্তমান বিশ্ব ব্যবস্থায় পুঁজিবাদ যে সংকট তৈরী করেছে তার থেকে মুক্তি পেতে হলে সমাজতন্ত্রের লড়াই ছাড়া অন্য কোন পথ নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অর্জন রক্ষা, লুটপাট অর্থায়নের বিরুদ্ধে জনগণের কল্যাণে একটি সৎ সক্ষম গরীবমুখী সরকারের লড়াই জরুরী হয়ে পড়েছে। ওয়ার্কার্স পার্টিকে বাংলাদেশে জনগণের সংকট মোকাবিলায় নেতৃত্ব দিতে হবে।”

সুবর্ণ জয়ন্তী উপলক্ষে  জেলা কার্যালয়ে আলোকসজ্জায়ন লাল পতাকা সজ্জিত করা হয়।

Share.