বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও আক্কেলপুর উপজেলা প্রাক্তন চেয়ারম্যান কমরেড আনোয়ারুল হক বাবলু গতকাল ৪ জুলাই মঙ্গলবার রাত ১১.১৬ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। কমরেড আনোয়ারুল হক বাবলু আজীবন এদেশের কৃষক, শ্রমিক, খেতমজুরদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে শামিল ছিলেন। তাঁর মৃত্যুতে পার্টি ও এদেশের মেহনতি শ্রমজীবি মানুষের অপূরনীয় ক্ষতি হল। কমরেড আনোয়ারুল হক বাবলু মুত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি এক বিবৃতিতে গভীর শোকপ্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
কমরেড আনোয়ারুল হক বাবলু জীবনাবসান ওয়ার্কার্স পার্টির শোক
0
Share.