Ticker news is disabled.

কমরেড এনামুলের মুত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

0

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নোয়াখালী জেলা কমিটির সদস্য কমরেড কাজী এনামুল হক অদ্য ২১ মে রবিবার সকাল ৮টায় তার মেয়ের চট্টগ্রামস্থ বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। দূর্ঘটনায় আহত হয়ে তিনি দীর্ঘদিন চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর তিনি স্ত্রী, ২ কন্যা, ২ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। কমরেড এনামুল হক আজীবন এদেশের কৃষক, শ্রমিক, খেতমজুরদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে শামিল ছিলেন। কমরেড এনামুলের মুত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে গভীর শোকপ্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Share.