Ticker news is disabled.

কমরেড রাশেদ খান মেননের নেতৃত্বে চীন সফর শেষে দেশে ফিরলেন বাম নেতারা

0

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বর্ষীয়ান বামপন্থী নেতা কমরেড রাশেদ খান মেননের নেতৃত্বে তিন বাম সংগঠনের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল ৭ দিনের চীন সফর শেষে আজ রবিবার (৩০ জুলাই) দুপুরে দেশে ফিরলেন। ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল ও জাসদের এই প্রতিনিধি দলে আরো ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়–য়া, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, ওয়ার্কার্স পার্টির সাংসদ কমরেড লুৎফুন নেসা খান বিউটি, তসলিমা খালেদ প্রমুখ।

সফরকালে নেতৃবৃন্দ চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতৃবৃন্দ এবং ইউনান প্রদেশের পার্টি ও সরকারের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। এছাড়া বাম নেতারা কুনমিং ও ইউনান প্রদেশের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। এ সময় নেতাদের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হয়।গত ২৪ জুলাই দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না ইষ্টার্ণ এয়ারলাইন্সে তারা চীনের উদ্দেশ্যে যাত্রা করেন। নেতৃবৃন্দকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। তার আগের দিন সন্ধ্যায় চীনা দূতাবাসে সফরকারী নেতৃবৃন্দের সম্মানে নৈশ্যভোজের আয়োজন করা হয়।

Share.