করোনায় জাতীয় প্রবৃদ্ধি বাড়লেও কর্মহীন হয়ে পড়েছে বিশাল সংখ্যক গরীব মানুষ। এই সমস্যার সমাধান না করতে পারলে সামাজিক ক্ষেত্রে যে অস্থিরতা তৈরী হবে, তা রাজনীতিতেও প্রভাব বিস্তার করবে। এমনিতেই দেশে বৈষম্য বিপজ্জনক পর্যায়ে পৌছেছে। করোনা তাকে আরও বাড়িয়ে তুলেছে। করোনাত্তর অর্থনীতি এগিয়ে নিতে বৈষম্য আর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’আজ ১৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি একথা বলেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কমরেড এড. কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেনন বলেন, করোনা পরিস্থিতিতে মানুষ স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেছেন। “সমাজের জন্য স্বাস্থ্য” এই শ্লোগানে স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন জরুরী। করোনা সংক্রমণের যে চক্রবৃত্তে আমরা আছি তার থেকে মুক্তি পেতে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার দায়িত্ব নিজেদের নিতে হবে। ওয়ার্কার্স পার্টি এই লক্ষ্যে কাজ করে যাবে।সভায় পার্টির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া কৃষক- খেতমজুর সংগঠন জোরদার করার আহবান জানান। তিনি বলেন পার্টি কৃষক অঞ্চল গুলোতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে। সেই প্রস্তুতিও জেলা কমিটিকে নিতে হবে।সভায় ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড আবু সাঈদ খান সভায় করোনাকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ওয়ার্কার্স পার্টির কার্য্যক্রমের বিবরণ তুলে ধরেন। আলোচনায় অংশ নেন কমরেড নজরুল ইসলাম, কমরেড মোঃ নাসির মিয়া, কমরেড মনিরুজ্জামান খন্দকার, কমরেড আমিনুল ইসলাম বকুল, কমরেড সঞ্জয় পোদ্দার, কমরেড আল আমিন প্রমুখ।
করোনায় জাতীয় প্রবৃদ্ধির সাথে গরীব মানুষও বেড়েছে—-রাশেদ খান মেনন
0
Share.