Ticker news is disabled.

কৃষি ও কৃষক স্বার্থের ১০ দফা দাবিতে জাতীয় কৃষক সমিতির প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি পেশ

0

কৃষি খাতে বাজেট বৃদ্ধির লক্ষ্যে থোক বরাদ্দ থেকে অর্থ বরাদ্দের দাবিসহ কৃষি ও কৃষক স্বার্থের ১০ দফা দাবিতে জাতীয় কৃষক সমিতি গত ১৮ জুলাই থেকে দেশব্যাপী জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর মিছিল-সমাবেশ সহকারে স্মারকলীপি পেশ করছে। এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা জেলার নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর প্রেরিত স্মারকলীপিটি ঢাকা জেলা প্রশাসকের নিকট বেলা ২:৩০টায় জেলা প্রশাসক কার্যালয়ে হস্তান্তর করেন এবং জেলা প্রশাসক আশ্বস্ত করেন যে, তিনি বিষয়টি প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করবেন।
এর পূর্বে সকাল ১১টায় পল্টন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দাবিসমূহ উত্থাপন করেন এবং দাবি আদায়ের লক্ষ্যে দেশের কৃষকসমাজসহ সর্বস্তরের জনগণকে সংগঠিত ও ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। এই সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতা করম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান মানিক, ত্রাণ, পুণর্বাসন ও স্বেচ্ছাসেবক সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আলমগীর রতন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ খান, রাজনৈতিক শিক্ষা, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক তানভীর রুসমত, কেন্দ্রীয় নেতা সাঊদ আহমেদ প্রমুখ। সমাবেশে সংহতি বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আবুল হোসাইন, ওয়ার্কার্স পার্টির মহানগর দক্ষিণের আহ্বায়ক কিশোর রায়, নারী মুক্তি সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিউলী শিকদার, গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার নাহার, বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলো প্রমুখ।

Share.