• ১৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

0

যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এ উপলক্ষে আজ বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে এই দিনে দখলদার পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর জামাত ইসলামের রাজাকার বাহিনী, আলবদর, আলশামস বাহিনী মিলিতভাবে পরিকল্পনা করে বাঙ্গালী জাতিকে মেধাশূন্য করতে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। আজকে সেই মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি জামাত-শিবির হেফাজতের ব্যানারে সংগঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পদদলিত করতে জাতিরজনক বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত হানছে। নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন সমতাভিত্তিক অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়ন করতে সর্বাগ্রে জামাত ইসলামীসহ সকল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানান। ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় সভায় বক্তব্য প্রদান করেনÑওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপংকর সাহা দিপু, খুলনা মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নারায়ণ সাহা, ছাত্র মৈত্রীর জেলা নেতা জগদীশ চন্দ্র মণ্ডল প্রমুখ।

Share.