সম্প্রতি সারাদেশে নারী নির্যাতন বিশেষত নারী ও শিশু গৃহশ্রমিকদের ওপর ভয়াবহ নির্যাতনের সংবাদে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকার বাসিন্দা গৃহকর্তা লিটু ও তার স্ত্রী আসমা আক্তারের বর্বরোচিত নির্যাতনে তাদের ১১ বছরের গৃহকর্মী শিশুটি অচেতন হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে উক্ত দম্পতি শিশুটিকে অজ্ঞান অবস্থায় তাদের ফুলবাড়িয়া এলাকায় রেখে আসে। পরে স্থানীয় জনগণের সহায়তায় শিশুটিকে ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন নিয়ে সে মৃত্যুর সাথে লড়ছে। নিষ্ঠুর, বিবেকহীন এই সমস্ত পাষ- গৃহকর্তা-কত্রীদের নারী ও শিশু নির্যাতন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মমতাজ বেগম এবং সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার।