• ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ঘুড়ি উৎসব ঢাকাবাসীর মনে আনন্দ-উল্লাস সৃষ্টি করেছে—– রাশেদ খান মেনন

0

ঢাকা-৮ আসনের এমপি রাশেদ খান মেনন তার নির্বাচনী এলাকা ১১ ও ১২নং ওয়ার্ডের ঘুড়ি উৎসব উদ্বোধন করে বলেন, এই করোনাকালে বিষণœ সময়ে পৌষ সংক্রান্তি এই ঘুড়ি উৎসব ঢাকাবাসীর মনে আনন্দ-উল্লাস সৃষ্টি করেছে। তিনি এইজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপসকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন ঢাকার এই ঐতিহ্য ফিরিয়ে আনতে তার এই উদ্যোগ সর্বমহলে প্রসংশিত হয়েছে। মেনন বলেন, পৌষ মাস আনন্দের মাস, পিঠা-পুলির মাস মানুষ এখন আর শীতে কাতর হয়ে পড়ে না, তাদের এখন আর পুরনো গরম কাপড় কিনতে হয় না। নিজের দেশের কাপড় এখন তাদের শীতের প্রয়োজন মেটায়। মেনন ঘুড়ি উৎসব আয়োজন করার জন্য ঢাকা-৮-এর সকল কাউন্সিলদের অভিনন্দন জানান।

Share.