Ticker news is disabled.

নুর হোসেনের প্রতি যুব মৈত্রীর শ্রদ্ধার্ঘ অর্পণ

0

নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের প্রতীক শহীদ নূর হোসেনকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ যুব মৈত্রী। আজ সকাল ৮টায় নূর হোসেন স্কয়ারে যুবমৈত্রী কেন্দ্রীয় সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুতাসিম বিল্লাহ সানির নেতৃত্বে পুষ্পর্ঘ্য অর্পণের সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল আহাদ মিনার, কায়সার আলম, অর্থ সম্পাদক কাজী মাহমুদুল হক সেনা, সহ সাধারণ সম্পাদক তাপস দাস স্বাস্থ্যবিষয়ক সম্পাদকমামুন মোল্লা, সদস্য মনোজ বাড়ৈই প্রমুখ। এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে নূর হোসেন সহ অসংখ্য শহীদের রক্তে অর্জিত গণতন্ত্র দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আজও কার্যকর হয়নি বলে বাংলাদেশ যুব মৈত্রীর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।

Share.