বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন-এর আত্মজীবনী’র প্রথম পর্ব ‘এক জীবনঃ স্বাধীনতার সূর্যোদয়’ প্রকাশিত হলো। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা বাতিঘর। আজ ২০ জুন দুপুর ২টায় হাতিরপুলের হামিদ প্লাজায় নিউ এজ পত্রিকার অফিসে লেখককে বইটির প্রথম কপি তুলে দেন বাতিঘরের প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আহমদ রাশেদ। এ সময় উপস্থিত ছিলেন নিউ এজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদল, বাতিঘরের অপারেশন ম্যানেজার তারেক আবদুর রব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও মানোয়ার হোসেন। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুক হেলাল। ষাটের দশক থেকে শুরু করে ১৯৭২ সালের ১১ জানুয়ারি পর্যন্ত লেখকের অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। বাষট্টির শিক্ষা আন্দোলন, আয়ুববিরোধী আন্দোলন, ৬৬’র ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রাজনৈতিক ঘটনাবলীতে লেখকের অংশগ্রহণের গল্পই বইয়ের মূল প্রতিপ্রাদ্য।
প্রকাশিত হলো রাশেদ খান মেননের আত্মজীবনী এক জীবনঃ স্বাধীনতার সূর্যোদয়
0
Share.