প্রখ্যাত রাজনীতিক সিরাজুল আলম খানের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

0
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি জাসদের প্রতিষ্ঠাতা প্রখ্যাত রাজনীতিক সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তারা বলেন, ষাটের দশকের প্রথমার্ধে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তৎকালীন ছাত্রলীগ নেতা সিরাজুল আলম খান সহ অন্যরা স্বাধীনতার পক্ষে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার জন্য স্বাধীন বাংলা বিপ্ল¬বী পরিষদ নামে ‘নিউক্লিয়াস’ গঠন করেছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এই নেতা স্বাধীনতার পর সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল জাসদ গঠনের উদ্যোগ নেন। জাসদ গঠিত হলেও তিনি নেতৃত্ব না এসে দলের তাত্বিক পরামর্শ দাতা হিসেবে কাজ করেছেন। বিবৃতিতে তারা বলেন, সিরাজুল আলম খানের মৃত্যু মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের একটি কালপর্বের অবসান এবং জাতীর জন্য অপুরণীয় ক্ষতি। শোকবার্তায় নেতৃবৃন্দ, বাংলাদেশের রাজনীতিতে ‘দাদা ভাই’ হিসেবে পরিচিত প্রয়াত সিরাজুল আলম খানের রাজনৈতিক সহযোদ্ধা, বন্ধু, অসংখ্য গুনগ্রাহী ও ভক্ত অনুসারীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Share.