প্রযুক্তির উপর আস্থা রাখতেই হবে, ওয়ার্কার্স পার্টি ইভিএম পদ্ধতিতে আস্থা রাখে। তবে এর প্রযুক্তিগত দুর্বলতা ও ত্রুটিসমূহ দূর করে এই পদ্ধতিতে জনগণকে অভ্যস্থ করতে হবে, জনপ্রিয় করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার আরো বাড়ানোর মাধ্যমে অধিক সংখ্যক জনগণের মাঝে পৌছাতে হবে।আজ বাংলাদেশ নির্বাচন কমিশন আয়োজিত রাজনৈতিক দলসমূহের প্রতিনিধিবৃন্দের সাথে ইভিএম বিষয়ক মতবিনিময় সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ কথা বলেন।
আগারগাওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, পার্টির আইসিটি সেলের সংগঠক তানভীর রুসমত ও ইঞ্জি: আবদুল্লাহ।
প্রযুক্তিগত দূর্বলতা ও ক্রুটি দূর করে ইভিএম-এ জনগণকে অভ্যস্থ ও আস্থায় নিতে হবে—ওয়ার্কার্স পার্টি
0
Share.