আজ ৪ এপ্রিল ২০২৩ সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্ণ মার্কেটটি পুড়ে অঙ্গার। এতে করে মার্কেটের সহস্রাধিক দোকানদার নিঃস্ব হয়ে গেছেন। ঢাকার বেশ কিছু মার্কেট ও বস্তিতে কিছুদিন পর পর আগুন লাগায় ওয়ার্কার্স পার্টির গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
আজ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, ঈদের আগে এধরনের অগ্নিকা-ে ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে পথে বসেছেন। এই সকল অগ্নিকা-ের যথাযথ কারণ উদঘাটনে সরকার প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করবেন। এই অগ্নিকা-ে পেছনে কোন আত্মঘাতি বা নাশকতা রয়েছে কিনা? তা খুঁজে বের করা দরকার এবং এই কাজের দায়িত্বে অবহেলাকারি ব্যক্তিদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, বঙ্গবাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানের জন্য প্রয়োজনী ক্ষতিপূরণ ও ব্যাকিং সুবিধা নিশ্চিত করতে হবে।
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ওয়ার্কার্স পার্টির গভীর উদ্বেগ প্রকাশ
0
Share.