বন্ধ ঘোষিত পাটকল রাষ্ট্রীয় খাতে রেখেই চালু ও আধুনিকায়নসহ শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে- ওয়ার্কার্স পার্টি খানজাহান আলী থানার মানববন্ধনে বক্তারা

0

বন্ধ ঘোষিত পাটকলসমূহ রাষ্ট্রীয় খাতে রেখেই পুনরায় চালু ও আধুনিকায়নসহ শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ এবং বর্তমান কর্মরত শ্রমিকদের বহাল রাখার দাবীতে আজ ৫ অক্টোবর সোমবার বেলা ১১টায় ইষ্টার্ণ জুট মিল গেটস্থ খুলনা-যশোর রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খানজাহান আলী থানা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে সভাপতিত্ব করেন পার্টির মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য ও থানা সম্পাদক কমরেড আব্দুস সাত্তার মোল্লা এবং পরিচালনা করেন মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য ও থানা নেতা কমরেড আমিরুল ইসলাম। মানববন্ধনে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড এ্যাড. মিনা মিজানুর রহমান, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দীপংকর সাহা দিপু, খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেজেআই জুট মিলের সিবিএ-এর সাবেক সাধারণ সম্পাদক শ্রমিকনেতা হারুন-অর-রশীদ মল্লিক, পার্টির জেলা সদস্য ও ফুলতলা থানা কমিটির সভাপতি কমরেড সন্দীপন রায়, সাধারণ সম্পাদক কমরেড আরিফুজ্জামান বাবলু, পার্টির মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান, আলিম জুট মিল সিবিএ-এর সাবেক সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আব্দুর রশীদ, ওয়ার্কার্স পার্টির ফুলতলা থানা কমিটির নেতা কমরেড আঃ মজিদ মোল্লা, পার্টির জেলা নেতা আঃ হামিদ মোড়ল, হাফিজুর রহমান, খানজাহান আলী থানা পার্টির নেতা ফারুখ মাস্টার, খান ইলিয়াস, মজিবার রহমান, আব্দুর রউফ, নারী নেত্রী রোকেয়া বেগম, যুব মৈত্রীর জেলা সভাপতি প্রভাষক রেজোয়ান রাজা, ফুলতলা থানা সভাপতি প্রভাষক গৌতম কুমার কুণ্ড ছাত্র মৈত্রীর জেলা যুগ্ম আহ্বায়ক নাজমুল রাকিব উজ্জ্বল, মেহেরুননেছা, এজাজ আহমেদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ করে বলেন, ১৪ দলের ২৩ দফা দাবী বাস্তবায়নের কথা উল্লেখ করে রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল কোনো ভাবেই পিপিপি, লীজ বা ব্যক্তিমালিকানায় দেয়া যাবে না। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের প্রস্তাবনা অনুযায়ী মাত্র ১২শ’ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। একই সাথে বর্তমান কর্মরত শ্রমিক-কর্মচারীদের বহাল রাখা এবং অবসরকালীন ও কর্মরত সকল শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা সরকারের প্রতিশ্রুতি মোতাবেক পরিশোধ করে ১৪ দলের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করার জোর আহ্বান জানান।

Share.