• ১৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাজার নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রী চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন -খুলনা ওয়ার্কার্স পার্টি

0

 

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ আজ এক বিবৃতিতে বলেন, বর্তমানে বাজারে কেজি প্রতি আলু ৫৫ টাকা, কাঁচা মরিচ ২৫০ টাকা, পিয়াজ ১০০ টাকা, সরিষা তেলের লিটার ২০০ টাকা ঊর্ধ্বে, চালের কেজিতে ৪/৫ টাকা বৃদ্ধিসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রমবর্ধমান। এ সকল দ্রব্য সামগ্রী জীবন ধারণের জন্য অপরিহার্য। গরীব-দরিদ্র, নি¤œবিত্ত, মধ্যবিত্ত মানুষেরা অনেকেই প্রতিদিন সকালে আলুভর্তা, ডাল-ভাত খেয়ে কাজে বেরোয়। বর্তমানে লুটেরাদের এখানেও নজর পড়েছে। নেতৃবৃন্দ বলেন, দেশে আলুর চাহিদা ৮০ লাখ টন। অথচ কৃষক ১ কোটি ৯ লাখ টন আলু উৎপাদন করেছে। গত বছরের চেয়েও কৃষক এবার বেশি উৎপাদন করেছে। অসাধু ব্যবসায়ী ও হিমাগারের মালিকরা যোগ-সাজসে আলু মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দাম বাড়াচ্ছে, যা বাণিজ্যমন্ত্রীর চরম ব্যর্থতায় সাধারণ জনগণের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। করোনার কারণে এমনিতেই মানুষের আয়-রোজগার কমে গেছে, সে কারণে বাজার নিয়ন্ত্রণে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড কৌশিক দে বাপী, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড অজয় দে, কমরেড বাবুল আখতার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী মণ্ডল প্রমুখ।

Share.