বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালিদের মৃত্যুতে যুব মৈত্রীর শোক

0

বাংলাদেশ যুব মৈত্রী সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোতাসিম বিল্লাহ সানি খন্দকার ইব্রাহীম খালিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, খোন্দকার ইব্রাহিম খালিদ অর্থিক খাতের অনিয়ম, দুর্নীতি, শেয়ার বাজার ধ্বসের হোতাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর ছিলেন। তিনি শিশুদের সান্নিধ্যে থাকতে ভালোবাসতেন। শিশু-কিশোরদের সংগঠন কচি-কাচার আসরের সঙ্গে যুক্ত ছিলেন। নেতৃদ্বয় আরও বলেন, এদেশের অর্থনীতির ক্ষেত্রে এবং ব্যাংকিং খাতে নীতি-নির্ধারণীর ক্ষেত্রেও বড় ধরনের শূন্যতা সৃষ্টি হবে যা পূরণ হবার নয়। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share.