বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুতাসিম বিল্লাহ সানী আজ এক শোক বার্তায় বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। কথাসাহিত্যে অনবদ্য অবদানের জন্য তিনি স্বাধীনতা পুরষ্কার, একুশে পদক, বাংলা একাডেমিসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি সাংবাদিকতার সাথে দীর্ঘ দিন যুক্ত ছিলেন ও মহিলা সমিতিসহ অসংখ্য সংগঠনের সাথে যুক্ত ছিলেন। রাবেয়া খাতুনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃদ্বয় বলেন, তার মৃত্যুতে বাংলাসাহিত্যে যে ক্ষতি হয়েছে তা পুরন হবার নয়।
বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে যুব মৈত্রীর শোক
0
Share.