আজ ২৫ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ ছাত্র মৈত্রী খুলনা জেলা কমিটির ১৯তম কাউন্সিল বিকেল ৪টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা কমলেশ মল্লিকের সভাপতিত্বে এবং নাজমুর রাকিব উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, ছাত্র মৈত্রীর সাবেক কেন্দ্রীয় সভাপতি দিপংকর সাহা দিপু, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি রিয়াদ হাসান তপু। বক্তব্য রাখেন ছাত্র নেতা জগদীশ চন্দ্র মণ্ডল, মীর মানিক, নাজমুল হোসেন বাবু, অর্পিতা রায়, আল আমিন, সাদ্দাম হোসেন, তীর্থ রায়, সাইফুল ইসলাম ইমন, প্রসেনজিৎ মণ্ডল, উপা রায়, মোঃ ইসমাইল শেখ, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
সন্ধ্যা ৬টায় দ্বিতীয়পর্বে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে বিকাশ চন্দ্র মণ্ডলকে সভাপতি ও ইজাজ সরদার ইমনকে সাধারণ সম্পাদক এবং অর্পিতা রায়কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্র মৈত্রী খুলনা জেলা কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কাউন্সিল অধিবেশনের প্রধান অতিথি ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল।
সভাপতি বিকাশ ও সাধারণ সম্পাদক ইজাজ, ছাত্র মৈত্রী’র ১৯তম খুলনা জেলা কাউন্সিল
0
Share.