বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলী যাকের মুত্যৃতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর অগণিত ভক্ত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ২১ পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আলী যাকের আজ শুক্রবার ভোর ৬.৪০ মিনিটে ৭৬ বছর বয়সে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, আলী যাকের আমাদের সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। বহু কালজয়ী নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দেশে-বিদেশে অগণিত ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েছেন। নিপুণ অভিনয়শৈলী ও অনন্য সৃজনশীলতা তাকে বিশিষ্টতা দান করেছিল। শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। তাঁর প্রয়াণে আমাদের সংস্কৃতি অঙ্গণে অপূরনীয় শূণ্যতা তৈরী হবে।