সাম্প্রদায়িক অপশক্তি ও মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিরোধে যুব-জনতার ঐক্য গড়ুন—যুব মৈত্রী

0
বিএনপি-জামাত সহ দক্ষিণপন্থী সাম্প্রদায়িক অপশক্তি ও মার্কিন সা¤্রাজ্যবাদী আগ্রাসন প্রতিরোধে যুব-জনতার ঐক্য গড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ যুব মৈত্রী। আজ (৪ আগস্ট) কেন্দ্রীয় কমিটির সভায় গৃহিত রাজনৈতিক প্রস্তাবের আলোকে এ আহ্বান জানানো হয়। গৃহিত প্রস্তাবে আরো বলা হয়, মুক্তিযুদ্ধ বিরোধী ও সাম্প্রদায়িক অপশিক্ত এবং সা¤্রাজ্যবাদী গোষ্ঠী একাকার হয়ে বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র করছে তা প্রতিহত করে অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক ধারা এগিয়ে নিতে বাংলাদেশ যুব মৈত্রী লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছে।সভায় অপর এক প্রস্তাবে বলা হয়, বেকারত্ব সমস্যা সমাধান এবং মাদক, দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধেও লড়াই অব্যাহত রাখবে। সকল সরকারি-বেসরকারি শূন্য পদে নিয়োগের দাবি বাস্তবায়ন এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে লড়াই অব্যাহত রাখবে। দেশজুড়ে মহামারী রূপ নেওয়া ডেঙ্গু প্রতিরোধেও যুব মৈত্রী সর্বস্তরের জনতাকে সংগঠিত করে সামাজিক সচেতন আন্দোলন গড়ে তুলবে।
সকাল ১১ টায় রাজধানী ঢাকায় তোপখানা রোডে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সংগঠনের সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন সাধারণ সম্পাদক তাপস দাস। কেন্দ্রীয় অর্থনৈতিক রিপোর্ট উত্থাপন করেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুব্রত কুমার সানা। সভার শুরু শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহাবুদ রানা তরুন।সভায় আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় নেতা আব্দুল আহাদ মিনার, অনুপ কুমার পিন্টু, কায়সার আলম, মফিজুল হক জাহাঙ্গীর, ফায়জুল হক বালী ফারাহীন, রেজওয়ান রাজা, কামরুল হাসান সুমন, জহুরুল ইসলাম টুটুল, মুক্তার হোসেন নাহিদ, মতিউর রহমান মতি, আল আমীন মাহাদী, মানোয়ার হোসন, মীর ফিরোজ আলম, শামীম ইমতিয়াজ, মনোজ বাড়ৈ, মাইনুদ্দীন আহমেদ রাসেল, মামুন মোল্লা, রাশেদ খান মেনন, ইয়াদুল ইসলাম, শাফিউর রহমান সজিব, সুকান্ত দাস, বেলাল হোসেন, ইব্রাহিম মোহাম্মদ শামিম রেজা, ইটেন ত্রিপুরা, এম এ সামাদ প্রমুখ।
Share.