Ticker news is disabled.

সেক্টর কমান্ডার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

0

মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তের (সি আর দত্ত) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। আজ এক শোক বার্তায় তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে তার অনন্য অবদান ও বীরত্বপূর্ণ ভুমিকার জন্য দেশবাসী সিআর দত্তকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে ও মনে রাখবে। বিবৃতিতে তারা বলেন, স্বাধীন বাংলাদেশের সীমান্ত রক্ষা প্রহরী গঠনে চিত্তরঞ্জন দত্ত দায়িত্ব পেয়ে সীমান্ত রক্ষা প্রহরী গঠন করেন এবং নাম দেন বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। তিনি বাংলাদেশ রাইফেলসের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ছিলেন। এই মহান মুক্তিযোদ্ধার মৃত্যু জাতীর জন্য বেদনাময় ক্ষতি যা পূরণ হবার নয়। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত চিত্তরঞ্জন দত্তের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share.