স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, সাম্প্রদায়িক অপশক্তির ধৃষ্টতার প্রতিবাদে যুব মৈত্রীর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

0

ঘাতক দালাল নিমূল কমিটির আহবানে মুজিববর্ষে স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, সাম্প্রদায়িক অপশক্তির ধৃষ্টতার প্রতিবাদে মুক্তিযুদ্ধের চেতনার ধারক সংক্ষুব্ধ নাগরিক সমাজের ১ ডিসেম্বর ২০২০ এর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বাংলাদেশ যুব মৈত্রী অংশগ্রহণ করে। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সানি, সহ সভাপতি তৌহিদুর রহমান, আব্দুল আহাদ মিনার, কায়সার আলম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় কমিটির সদস্য ওমর ফারুক সুমন, মানিক হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণের নেতা মাহবুদ রানা তরুন, মইনুউদ্দিন রাসেল, যুব নেতা জসিম প্রমুখ।

Share.