Ticker news is disabled.

জনস্বার্থে ১ সেপ্টেম্বর থেকে বাস ভাড়া কমিয়ে পুবর্তন অবস্থায় ফিরে যেতে হবে —-নগর ওয়ার্কাস পার্টি

0

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটির সভাপতি কমরেড আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায় এক যুক্ত বিবৃতিতে বাসভাড়া বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, বাসমালিকদের সাথে বৈঠকে যে সমঝোতা হয়েছিল ইতিমধ্যে তারা সেটা লংঘন করেছেন। শুধু তাই নয়, বাসে অতিরিক্ত যাত্রী বহন করে প্রতিনিয়ত স্বাস্থ্যবিধি লংঘন করা হচ্ছে। নেতৃবৃন্দ ১ সেপ্টেম্বর ২০২০ থেকে বাস ভাড়া কমিয়ে পুবর্তন অবস্থায় ফিরে যাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানান এবং একই সাথে এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও আহবান জানান।

বার্তা প্রেরক
কাজী আনোয়ারুল ইসলাম টিপু

Share.