• ১৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও বাইরের হস্তক্ষেপ মুক্ত রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান- ওয়ার্কার্স পার্টি

0

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দু’দিনের কেন্দ্রীয় কমিটির সভা শেষে আসন্ন উপজেলা নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও সকল প্রকার বাইরের হস্তক্ষেপ মুক্ত রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে উপজেলা নির্বাচনে প্রার্থীতা প্রদানে বাধা দান, প্রার্থীদের হুমকি প্রদান, এমনকি প্রার্থীর বাড়ীতে অগ্নিসংযোগ, নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত আছে বলে ভোটকেন্দ্রে যেতে হবে না বলে ভোটারদের অনুৎসাহিত করা এবং স্থানীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপের উদ্বেগজনক ঘটনা ঘটেছে বলে খবর আছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে এবং আমরা আশা করি জনগণের অতীত অভিজ্ঞতা থেকে নির্বাচন সম্পর্কে যে আস্থাহীনতা তৈরি হয়েছে সেটা দূর করতে নির্বাচন কমিশন আরো কার্যকর পদক্ষেপ নিবে। ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে বলা হয়, নির্বাচন সম্পর্কে জনমনে আস্থাহীনতা সৃষ্ট হয় তবে গণতন্ত্র বিপদগ্রস্ত হবে এবং সেটা কর্তৃত্ববাদী শাসনে রূপ নিতে উৎসাহ যোগাবে। প্রস্তাবে বলা হয় ওয়ার্কার্স পার্টি ও ১৪ দল সামরিক স্বৈরাচার ও বিএনপি-জামাত শাসন আমলে অবাধ নিরপেক্ষ নির্বাচন, একটি স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশন এবং জনগণ যাতে নির্বিঘ্নে তাদের পছন্দনীয় ভোট প্রদান করতে পারে তার জন্য সংগ্রাম করেছে এবং সাফল্য অর্জন করেছে। ওয়ার্কার্স পার্টি মনে করে উৎসাহ ও আনন্দে উপজেলা নির্বাচনে অংশ নেবে। সভায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে পার্টির পর্যালোচনা পেশ করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর রিপোর্ট উত্থাপন করেন এবং তা গৃহীত হয়।
১ ও ২ মার্চ পল্টনস্থ ফেনী সমিতি মিলনায়তনে পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির দু’দিনের সভার শুরুতে চকবাজারের অগ্নিকাণ্ড ঘটনায় নিহত ও আলোর পথযাত্রী হিসেবে খ্যাত একুশে পদকপ্রাপ্ত পালন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ গ্রহণ করা হয়। কেন্দ্রীয় কমিটির আলোচনা অংশ নেন পলিব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড নুরুল হাসান, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড ড. সুশান্ত দাস, কমরেড ইকবাল কবির জাহিদ, কমরেড মনোজ সাহা, কমরেড হাজেরা সুলতানা, কমরেড কামরূল আহসান, কমরেড মুস্তফা লুৎফুল্লাহ, কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কেন্দ্রীয় সদস্য কমরেড হাজী বশিরুল আলম, কমরেড অনিল বিশ্বাস, কমরেড সালেহা সুলতানা, কমরেড নজরুল ইসলাম হক্কানী, কমরেড লিয়াকত আলী লিকু, কমরেড নজরুল ইসলাম, কমরেড এ্যাড. হাফিজুর রহমান, কমরেড তপন দত্ত, কমরেড অধ্যাপক ইব্রাহিম খলিল, কমরেড তুষার কান্তি দাস, কমরেড মোঃ হানিফ,  কমরেড এ্যাড. জোবায়দা পারভীন প্রমুখ।

Share.