প্রকাশনা সংস্থা বাতিঘর প্রকাশিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন-এর আত্মজীবনী’র প্রথম পর্ব ‘এক জীবনঃ স্বাধীনতার সূর্যোদয়’ বইটির পরিবেশক হয়েছে গণপ্রকাশন।বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুক হেলাল। ষাটের দশক থেকে শুরু করে ১৯৭২ সালের ১১ জানুয়ারি পর্যন্ত লেখকের অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। বাষট্টির শিক্ষা আন্দোলন, আয়ুববিরোধী আন্দোলন, ৬৬’র ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রাজনৈতিক ঘটনাবলীতে লেখকের অংশগ্রহণের গল্পই বইয়ের মূল প্রতিপ্রাদ্য।
গণপ্রকাশন পাটির সদস্যদের জন্য হ্রাসকৃত মূল্যে (৬০০টাকা) বইটি ২৫ শে জুন ২০২১ইং থেকে সরবরাহ করবে। আপনার কপির জন্য আজই যোগাযোগ করুন-
ওমর ফারুক
গণপ্রকাশন
১ম তলা, কনকড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স,
১২৪,কাঁটাবন, ঢাকা।
মোবাইলঃ০১৭১৯৮৭০৫৮০।
কুরিয়ারে নিতে চাইলে কুরিয়ার খরচ ও বিকাশ খরচ, বইয়ের মূল্য অগ্রিম ০১৭১৯৮৭০৫৮০ (বিকাশ) এ পাঠানোর অনুরোধ করা হইলো।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’র কেন্দ্রীয় কার্যালয়ের গণপ্রকাশন বুথ থেকেও বইটি সংগ্রহ করা যাবে।