করোনা অভিঘাতে যখন জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে তখন ঢাকা ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রস্তাব নগরবাসির প্রতি মরার উপর খাড়ার ঘা। বিগত ১২ বছরে ১৩ বার পানির দাম ২৬৪ ভাগ বাড়িয়ে প্রতি হাজার লিটার পানির মূল্য ৫.৭৫ টাকা থেকে ১৫.৪৭ টাকা করা হয়েছে। আবারো ২০ ভাগ দাম বৃদ্ধির পাঁয়তারা চলছে। বাংলাদেশের ওয়ার্কার্স
পার্টি ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আজ সকাল ১১.৩০ মিঃ ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি পেশের আগে ওয়াসার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ একথা বলেন।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এসমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, লুটপাট, অদক্ষতা ও অব্যবস্থাপনার কারণে ওয়াসার পরিচালনা ব্যয় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বেতন বৃদ্ধি হয়েছে ৪২১ ভাগ। বর্তমানে মাসিক বেতন ৬,২৫,০০০/-টাকায় এসে দাঁড়িয়েছে। আর অন্যদিকে ব্যবস্থাপনা পরিচালক তাঁর নিজের ও ঢাকা ওয়াসার অযোগ্যতার পরিচয়
বহন করে চলেছেন। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, শহীদ রাসেল ব্রিগেডের প্রধান সমন্বয়কারী সাদাকাত হোসেন খান বাবুল, যুবনেতা মোঃ তৌহিদ, শ্রমিকনেত্রী মুর্শিদা আখতার নাহার, শ্রমিকনেতা তপন সাহা, ছাত্রনেতা অতুলন দাস আলো, যুবনেতা ওমর ফারুক সুমন, গার্মেন্টস শ্রমিক নেত্রী আরিফা খানম প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে নেতৃবৃন্দ ওয়াসাভবনে ব্যবস্থাপনা পরিচালকের বরাবর স্মারকলিপি পেশ করেন।