• ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কমরেড আজিজুর রহমানের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

0

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি আজ এক শোকবার্তায় ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটি সদস্য কমরেড আজিজুর রহমানের মুত্যৃতে গভীর শোক প্রকাশ করেছেন। কমরেড আজিজুর রহমান বাম আন্দোলনে আমাদের আজীবন সাথী ছিলেন। তিনি আজ বিকাল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সোহওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি একছেলে, অসংখ্য পার্টি কর্মী ও ভক্ত অনুরাগী রেখে গেছেন। গত এক বছর পূর্বে তার স্ত্রী মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন শোষনমুক্ত, বৈষম্যহীন ও সাম্যবাদ প্রতিষ্ঠার নিষ্ঠাবান একজন সংগঠক। তার মৃত্যুতে জাতি একজন বিপ্লবী নেতাকে হারালো। কৃষক ও শ্রমজীবি মানুষ হারালো একজন দরদী মানুষকে, যা জাতির জন্য অপূরনীয় ক্ষতি। বিবৃতিতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

Share.