“করোনা কালে বেকার ও কর্মহীন মানুষের জীবন-জীবিকার সুরক্ষা চাই” বাংলাদেশ যুব মৈত্রীর জাতীয় পরিষদ সভা আজ সকাল ১১টায় সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স এর সভাপতিত্বে জুম প্লাটফর্ম এ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শোকা প্রস্তাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক কাজী মাহামুদুল হক সেনা। জাতীয় পরিষদ সভায় বর্তমান রাজনৈতিক, সাংগঠনিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। করোনা ও সাম্প্রদায়িক জঙ্গি হেফাজতের আস্ফালন নিয়ে দেশের মানুষ গভীরভাবে সংকটাপন্ন। নেতৃবৃন্দ বলেন, বেকারত্ব, দূর্নীতি, মাদক, জঙ্গিবাদ এবং বৈষম্য এখনো রাষ্ট্র ও সমাজে বিরাজমান প্রাসঙ্গিক লড়াই। ভারতে করোনার আক্রমণের যে ভয়াবহতা, আমরা দিল্লিসহ অন্যন্যা রাজ্যের মানুষের মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছি। ভারতে আটকে পরা বাংলাদেশের নাগরিক, শিক্ষার্থীদের দ্রæত ফিরিয়ে আনার জন্য আমাদের মিশনের প্রতি অনুরোধ করছি। জাতীয় পরিষদ আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে যথেষ্ট পরিমান বরাদ্দ বাড়ানো ও শিক্ষা খাত রক্ষায় সুবিবেচনা প্রসূত বরাদ্দ বাড়ানোর সরকারের প্রতি দাবী করেন। বক্তাগণ আরো বলেন, করোনা কালে স্বাস্থ্য খাতের মুখোস খুলে গেছে। দূর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের মতো অন্যায় রুখতেই হবে। অবকাঠামো উন্নয়ন হচ্ছে বটে কিন্তু মানব সম্পদ উন্নয়ন পরিলক্ষিত হয় না। বেকার কাজ পাচ্ছে না, করোনায় কর্মহীন হয়ে পরছে মানুষ। কলকারখানা বন্ধ হচ্ছে, অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা মানুষ হচ্ছে দরিদ্র। স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বস্ত্র আর বাসস্থান প্রত্যক নাগরিকদের জন্য নিশ্চিত করার আহবান জানান বক্তারা। স্বাস্থ্য বিধি মেনে চলতে মানুষকে উদ্বুদ্ধ করতে রাজনৈতিক, শিক্ষক, সংস্কতিক ব্যাক্তি বর্গ, বুদ্ধিজীবীদের একটি সমন্বিত উদ্যোগের তাগিদ দেন বক্তারা। জাতীয় পরিষদ সভায় বক্তব্য রাখেন, তোহিদুর রহমান, আহাদ মিনার, কায়সার আলম, তাপস দাস, কাজী মাহমুদুল হক সেনা, রেজোয়ান রাজা, আব্দুল্লাহ হীল কাফি, যুব নেতা, ওসমান গনি, আব্দুল্লাহ,সেলিম, মোতাহার হোসেন, ফারুখ, রাসেল, তরুন, তাপস ঘোষ এবং সাইদ প্রমুখ।
সভাটি পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), মোতাসিম বিল্লাহ সানি। জাতীয় পরিষদ সভায় ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জুম প্লাটফর্ম এ যুক্ত থেকে অংশ নেন।
করোনা কালে বেকার ও কর্মহারা মানুষের জীবন-জীবিকার সুরক্ষার দাবি ……যুব মৈত্রী
0
Share.