• ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কিউবা থেকে দেশে ফিরেছেন  রাশেদ খান মেনন

0

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি আজ ৫ নভেম্বর ভোরে কিউবার রাজধানী হাভানা থেকে ঢাকা ফিরেছেন। বর্ষীয়ান এই বামপন্থী রাজনীতিবিদ গত ২৫ অক্টোবর কমিউস্ট ও ওয়ার্কার্স পার্টি সমূহের আন্তর্জাতিক ২২তম সভায় যোগ দিতে কিউবা গিয়েছিলেন। ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হাভানার কনভেনশন হলে ঐ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশে^র ৬০টি দেশের ১৪৫ জন পার্টি প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কমরেড রাশেদ খান মেনন এই সফরে হাভানায় ব্যস্ত সময় অতিবাহিত করেছেন। এ সময় তিনি প্রবাদ প্রতিম নেতা ফিডেল ক্যাষ্ট্রো রুস সেনিটার ও কিউবার বায়োটেকনিক ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান পরিদর্শন করেন, কিউবার কমিউনিস্ট পার্র্র্টির ফাস্ট সেক্রেটারি ও কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলের দেয়া অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করেন এবং বিভিন্ন দেশের পার্টি প্রতিনিধিদের সাথে আলোচনা করেন। অভ্যর্থনা অনুষ্ঠানে কিউবার প্রেসিডেন্ট বাংলাদেশ সম্পর্কে কমরেড রাশেদ খান মেননের সাথে আলাপ করেন ও তার সাথে একান্ত পরিবেশে ছবি তোলেন।
২৫ নভেম্বর শুরু হওয়া কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টি সমূহের ২২তম আন্তর্জাতিক সভায় কমরেড রাশেদ খান মেনন তার বক্তব্য উপস্থাপন করেন। দু’দিনব্যাপি ওই সভায় বিভিন্ন দেশ ও দলের প্রতিনিধিদের বক্তব্য শেষে সভার ঘোষণা সর্বসম্মতভাবে গৃহীত হয়। কিউবার কমিউনিস্ট পার্টির ফাস্ট সেক্রেটারি ও কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল সমাপনী বক্তব্য রাখেন। সমবেতকণ্ঠে আন্তর্জাতিক গাওয়ার মধ্য দিয়ে সভা শেষ করা হয়।
পরের দিন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন দক্ষিণ আফ্রিকার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করেন ও তাকে বাংলাদেশ সফরে জন্য আমন্ত্রণ জানান। দক্ষিণ আফ্রিকার কমিউনিস্ট পার্টি বাদেও ঐ আন্তর্জাতিক সভার ফাঁকে তিনি চীন, উত্তর কোরিয়া, শ্রীলংকা, ভিয়েতনাম, বাহরাইন, প্যালেষ্টাইন, ভারত, পর্তুগাল, ইউক্রেন, ব্রাজিল ও ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশের কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এসব আলোচনায় কমরেড রাশেদ খান মেননের সাথে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আলী আহমদ এনামুল হক ও বাংলাদেশ কিউবা মৈত্রী সমিতির সিনিয়র সদস্য হারুণ আর রশীদ।

Share.