বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আজ ১৯ জানুয়ারি ’২৩ সরকার কর্তৃক গ্যাসের রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি সম্পর্কে বলেছে, আইএমএফ-এর শর্ত পুরণ করতেই গ্যাসের এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলেই স্পষ্টভাবে প্রতীয়মাণ। ঋণ পাবার উপযোগী বলেই বাংলাদেশকে আইএমএফ ঋণ দিচ্ছে বলে সরকারের ব্যাখা বস্তুত: বাস্তবতাকেই আড়াল করার চেষ্টা। বাংলাদেশের অতীত অভিজ্ঞতাই বলে আইএমএফ-এর শর্ত মেনে ঋণ নেয়ার পরিণাম দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি, বরং জনগণের ঘাড়ে নির্ত্যনতুন বোঝা চাপিয়েছে। বিইআরসিকে পাশ কাটিয়ে সরকার নতুন আইনের ক্ষমতাবলে গ্যাস-বিদ্যুতের ক্ষেত্রে যে মূল্যবৃদ্ধি ঘটাল তা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে গ্যাস-বিদ্যুত জ¦ালানীখাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সম্পর্কে সরকারের কর্ণপাত না করা জনগণকে যারপর নাই হতাশ করেছে। এ ধরণের পদক্ষেপ সরকারের উন্নয়ননীতিকেই প্রশ্নবৃদ্ধ করবে। কোভিড উত্তরকালে ও সাম্প্রতিক বৈশি^ক সংকটের পরও অর্থনীতির পুনরুদ্ধারের যে প্রক্রিয়া চলছিল তা বাধাগ্রস্থ হবে। গ্যাসের এহেন মূলবৃদ্ধির পরিণামে বিদ্যুত ক্ষেত্রে পুণরায় মূল্যবৃদ্ধি করার যে প্রয়োজনীয়তা দেখা দেবে সেক্ষেত্রে সরকার দেশ ও জনগণের এসকল বাস্তবতা বিবেচনায় নেবে বলে পলিটব্যুরো বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।
গ্যাসের রেকর্ড মূল্য বৃদ্ধিতে ওয়ার্কার্স পার্টির উদ্বেগ
0
Share.