“টাংগাইল জেলা ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তী অনুষ্ঠান “

0

বাংলাদেশের ওয়ার্কার্স পাটির ৫০ বছর পুর্তি উপলক্ষে  সুর্বর্ণ জয়ন্তী উদ্বোধনী অনুষ্টান টাংগাইল জেলা কমিটির উদ্যোগে পাকুল্লায় মহান মুক্তিযুদ্ধে হানাদার প্রতিরোধ যুদ্ধ স্মরণিকা মিলনায়তন সংলগ্ন ঢাকা- টাংগাইল মহাসড়কে র্যালি হয় ও সকাল ১১ ঘটিকায় উল্লেখিত মিলনায়তনে  বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলার সভাপতি কমরেড গোলাম নওজব পাওয়ার চৌধুরীর  সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক  কমরেড মাহামুদুল হাসান পিপলুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আনোয়ার হোসেন চিশতিয়া, কমরেড আলমগীর মাস্টার, পার্টির জেলা কমিটির সদস্য কমরেড হিরালাল সূত্রধর, কমরেড আলমগীর হোসেন,কমরেড উপেনদ্র সূত্রধর,কমরেড ডালিম মণি দাস,কমরেড মোঃঅনিক দেওয়ান,কমরেড মাসুকুল হক মুরাদ, পার্টির মির্জাপুর উপজেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সাইফুল ইসলাম, কমরেড গোপাল সূত্রধর,উপজেলা কমিটির সদস্য কমরেড সোলাইমান হোসেন মুকুল, কমরেড মজিবুর রহমান, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সংগঠক ডিএম উজ্জ্বল ইসলাম, কমরেড আশীষ কুমার সূত্রধর রাম, পার্টির সদস্য কমরেড আয়না রানী মন্ডল, কমরেড জরিনা বেগমসহ জেলা পার্টির বিভিন্ন স্ততরের নেতাকর্মীবৃন্দ।আলোচনা সভায় জেলা পার্টির উদ্যোগে বছর ব্যাপি পার্টির বিভিন্ন অনুষ্ঠান পালনের ঘোষনা করা হয়।

Share.