• ১৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দাহ্য ও কেমিক্যাল পদার্থ নিরাপদ জায়গায় সরিয়ে নেয়ার পূর্বের সিদ্ধান্ত বাস্তবায়ন করা —-ওয়ার্কার্স পার্টি

0

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় ঢাকা পুরাতন চকবাজারের চুড়িহাট্টা মোড়ে ভয়াবহ অগ্নিকান্ডে প্রাণহনির ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। সভার প্রস্তাবে বলা হয়, ঐ অগ্নিকান্ডে নিহতদের সংখ্যা নিয়ে পরষ্পর বিরোধী বক্তব্য প্রকাশিত হচ্ছে, সঠিক হিসাব এখনো আসেনি। এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি নিবিড় অনুসন্ধানের মাধ্যমে সঠিক তথ্য ও সংখ্যা জনসমূখে তুলে ধরবে। সভায় বলা হয়, ২০১০ সালে নিমতলীর দূর্ঘটনা থেকে শিক্ষা নিলে চকবাজারের এই ঘটনার পূনরাবৃত্ত্বি হতো না। পূরনো ঢাকার ঐ অঞ্চলে দাহ্য ও কেমিক্যাল পদার্থ সরিয়ে নেয়ার ইতিপূর্বেকার গৃহীত সিদ্ধান্ত এখনো কার্যকর হয়নি। নানা বাহানায় ঐ সকল সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ বিলম্বিত হচ্ছে। এক্ষেত্রে সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিপরীত ধর্মী বক্তব্য বিষয়টিকে ঘোলা করছে। সভায় বলা হয়, পুরাতন ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দাহ্য-ক্যামিক্যাল পদার্থের গোডাউন অন্যত্র সরিয়ে নেয়া উচিত। সভার প্রস্তাবে আরো বলা হয় চুড়িহাট্টার অগ্নিকান্ডের ঘটনার সুষ্ঠ তদন্ত করে দায়িদের চিহ্নিত এবং তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা। দূর্ঘটনায় নিহত, আহতদের ও ক্ষতিগ্রস্ত পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ ও সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত পলিটব্যুরোর সভায় অন্যান্যদের মধ্যে পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড সুশান্ত দাস, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড ইকবাল কবির জাহিদ, কমরেড হাজেরা সুলতানা ও কমরেড কামরূল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Press Releas 24.12.2018.

Share.