• ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দেশে দুর্নীতি ও বৈষম্য লাগামছাড়া, যেন নিয়ন্ত্রণ করার কেউ নেই—যুব মৈত্রী

0

বাংলাদশে যুব মৈত্রী কেন্দ্রীয় সম্পাদকম-লীর সভা সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্সের সভাপতিত্বে আজ ১ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ বলেন, দেশে দুর্নীতি ও বৈষম্য লাগাম ছাড়া, যেন নিয়ন্ত্রণ করার কেউ নেই। কতিপয় ই-কর্মাস শত-হাজার কোটি টাকা জনগণের পকেট কেটে হাতিয়ে নিয়েছে। অভিযুক্ত ই-কর্মাসের কর্ণধারদের কেউ কেউ আইন শৃংখলা বাহিনীর হাতে ধরা পড়লেও জনগণের টাকা ফেরত পাওয়ার আশা ক্ষীণ বা নাই বললেই চলে। হাতিয়ে নেয়া টাকা ক্ষতিগ্রস্তদের কাছে সরকারকে দেয়ার সুষ্ঠু পরিকল্পনা ও নীতি সরকারকে এখনই গ্রহণ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে দিশেহারা করেছে এবং করছে। জনগণের প্রাত্যহিক জীবনের স্বস্তি স্থাপনের দায়িত্ব সরকারের উপর বর্তায়। ভয়াবহ মাদক ইয়াবা এবং আইস সমাজে বিস্তার ঘটছে, তাতে করে তরুণ-যুবদের বর্তমান ও ভবিষ্যৎ অন্ধকারাচ্ছান্ন। এই মাদক থেকে বর্তমান প্রজন্মকে রক্ষা করতে না পারলে আমাদেরকে এক ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে। কোভিড কালে পূর্বের বেকার, কর্মহারা বেকার, শ্রমজীবী বেকার এর সংখ্যা দিন দিন বাড়ছে। এই বেকারত্ব নিরসনে সরকারের সুস্পষ্ট নীতি বা পরিকল্পনা আছে এমনটি পরিষ্কার না। সরকারের উন্নয়ন ও উন্নতির সাথে বেকারদের কর্মসংস্থান ও জনগণের স্বস্তি নিশ্চিত করতে হবে।

সভাটি সঞ্চলনা করেন, সহ-সাধারণ সম্পাদক তাপস দাস, সভায় আরো বক্তব্য রাখেন তৌহিদুর রহমান, কায়সার আলম, কাজী মাহমুদুল হক সেনা, শফিকুল ইসলাম মুকুল, এম.এম মিল্টন, মিজানুর রহমান,মাহবুবুল আলম, আল আমিন মাহাদী, দেওয়ান জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সিদ্ধান্তসমূহ :
১। বিএনপি-জামাতের হাতে নিহত শহিদ রাসেলের ১৩তম মৃত্যুবার্ষিকী দেশব্যাপী পালিত হবে আগামী ২৮ অক্টোরবর ২০২১।
২। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পরিষদ সভা অনুষ্ঠিত হবে।
৩। করোনা সংক্রমণ কমে আসায় সারা দেশব্যাপী সাংগঠনিক কমিটিসমূহকে সক্রিয় হওয়ার আহ্বান।

Share.