Ticker news is disabled.

দ্রব্য মূল্য কমাও, দরিদ্র শ্রমজীবিদের মধ্যে রেশনিং ব্যবস্থা চালু কর-শহীদ রাসেল ব্রিগেড

0

করোনা নাশে মানুষের পাশে এই শ্লোগানের ভিত্তিতে “শহীদ রাসেল ব্রিগেড” গড়ে ওঠার পর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় নিয়মিত প্রচারাভিযান, পথসভা ও বিনামূল্যে মাস্ক বিতরণ অব্যহত রেখেছে।

আজ সকাল ১১টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত ডেমরা থানার কোনাপাড়ায় মান্নান উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে এলাকার বিভিন্ন সড়কে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সভাপতি বীরমুক্তিযোদ্ধা জননেতা কমরেড আবুল হোসাইন,ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, শহীদ রাসেল ব্রিগেডের প্রধান সমন্বয়ক সাদাকাত হোসেন খান বাবুল, গণতন্ত্রি পার্টির ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মিনহাজ সেলিম, হাফিজুর রহমান মিন্ট,ু শহীদ রাসেল ব্রিগেডের স্থানীয় নেতা আনোয়ার আলী, ডি.এন.মন্ডল, সেতারা বেগম,মঞ্জুয়ারা, ইয়াসমিন, মালারানি, প্রমূখ। পথসভায় বক্তারা, করোনা অতিমারির সংক্রমণ প্রতিরোধ করতে মাস্ক ব্যবহারের অভ্যাস বজায় রাখার জন্য এলাকাবাসির প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ একই সাথে করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র শ্রমজীবি মানুষের বেঁচে থাকার স্বার্থে রেশনিং ব্যবস্থা চালু করা দাবি জানান।

Share.