“নারীমুক্তি অর্থ মানবমুক্তি। নারী মুক্তি আন্দোলনকে জোরদার করতে হলে তৃণমূল পর্যায় নারীদেরকে চেতন ও সংগঠিত করতে হবে। এ কাজটি কঠিন তবে অসম্ভব নয়। নারী মুক্তি সংসদকে এই কঠিন কাজটিকে বেগবান করতে হবে। নারী মুক্তি সংসদ কেবল মাত্র শহুরের শিক্ষিত মধ্যবিত্ত নারীদের মধ্যে কাজ করলেই হবে না। সমাজের সর্বস্তরের শোষিত নির্যাতিত নারীদেরকে সুসংগঠিত করতে হবে। সমাজের অর্ধেকেরও বেশি নারী কিন্তু এই নারীরা সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের কোন ভূমিকা রাখতে পারে না। কারণ আমাদের সমাজটা পুরুষতান্ত্রিক ও পুঁজিতান্ত্রিক। দুই তন্ত্রই নারীকে অবধমিত করে রাখে। তাই নারীকে সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা পালন করতে হলো নারীকে আরো যোগ্য হয়ে উঠতে হবে। এই কাজে নারী ও পুরুষকে হাতে হাত রেখে এগিয়ে নিতে হবে।”
আজ ২৬ মে ২০২৩, শুক্রবার, বিকাল ৪টায় নারী মুক্তি সংসদের উদ্যোগে ৮০তে জনতার মেনন উদযাপন উপলক্ষ্যে ‘নারী আন্দোলন ও রাশেদ খান মেনন” শীর্ষক এক আলোচনা সভা বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক জননেতা শিরীন আখতার এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী খুশী কবির, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, বিশিষ্ট শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় নেত্রী বিশিষ্ট শিক্ষাবিদ মনিকা মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি উপস্থিত থেকে তার অনুভুতি প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় নেত্রী এড. জোবায়েদা পারভীন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিউলি সিকদার। অনুষ্ঠান শুরুতে মনিকা মন্ডল কর্তৃক গণসঙ্গীত পরিবেশন করেন।
নারীমুক্তি অর্থ মানবমুক্তি—রাশেদ খান মেনন
0
Share.