বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার পক্ষ থেকে নালিতাবাড়ী উপজেলার ১২নং কলসপাড় ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা। ১১জানুয়ারি সোমবার সকালে বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন নালিতাবাড়ী উপজেলার সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,আইন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান সদস আব্দুল কাদির ওয়ার্কার্স পার্টি ১২ নং কলসপাড় ইউনিয়নের সম্পাদক নজরুল ইসলাম নেতৃত্বে এই শীতবস্ত্র বিতরণে করা হয়েছে। বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন দরিদ্র কৃষক খেতমজুর ও নারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার সম্পাদক রাজিয়া সুলতানা যে সহযোগিতা করেছেন তাঁর জন্য কলসপাড় ইউনিয়ন বাসী কৃতজ্ঞতা স্বীকার করছে। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন কৃষক খেতমজুরদের সংগঠিত করার লক্ষ্য নিয়ে ওয়ার্কার্স পার্টি ঐক্যবদ্ধ্য হবে।
নালিতাবাড়ীর ১২নং কলসপাড় ইউনিয়নে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলার শীতবস্ত্র বিতরণ
0
Share.