বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি প্রখ্যাত মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, লেখক, শিশু সংগঠক পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ঘাতক দালালদের হাতে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী ছিলেন পান্না কায়সার। তিনি অভিনেত্রী শমী কায়সারের মা। তাঁর আরেক সন্তানের নাম অমিতাভ কায়সার। ১৯৯৬ থেকে ২০০১ সাল মেয়াদে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন পান্না কায়সার।
পান্না কায়সার আজ শুক্রবার সকাল ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। পান্না কায়সার খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর চেয়ারম্যান ছিলেন। বিবৃতিতে নেতৃবৃন্দ, বলেন, পান্না কায়সারের মৃত্যুতে বাংলাদেশ একজন প্রখ্যাত মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, লেখক, শিশু সংগঠককে হারাল যা জাতীর জন্য অপুরণীয় ক্ষতি। শোকবার্তায় নেতৃবৃন্দ, তাঁর পরিবার, অসংখ্য গুনগ্রাহী ও ভক্ত অনুসারীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।