বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে সংবাদটি নিশ্চিত করা হয়। গত ৮ এপ্রিল সকালে কমরেড বাদশা তাঁর দ্বিতীয় ডোজ করোনা ভ্যাকসিন গ্রহন করেছিলেন। ভ্যাকসিন গ্রহনের পর তিনি সামান্য জ্বর অনুভুব করছিলেন। গতকাল ১৪ এপ্রিল করোনা পরিক্ষায় নিশ্চিত হয় যে, তিনি করোনা আক্রারÍ। চিকিৎসকদের পরামর্শে আজ সকালে তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর অক্সিজেন সেচুরেশন মাত্রা এখন পর্যন্ত স্বাভাবিক আছে।
ফজলে হোসেন বাদশা এমপি করোনা আক্রান্ত—ওয়ার্কার্স পার্টি
0
Share.