• ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের নিঃশর্ত মুক্তি দাবি—যুব মৈত্রী

0

বাংলাদেশ যুব মৈত্রী’র সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)  মোতাসিম বিল্লাহ সানি এক যুক্ত বিবৃতিতে জানিয়েছেন যে, হৃদয় চন্দ্র মন্ডল মুন্সিগঞ্জ সদরের বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ের  বিজ্ঞান শিক্ষক। বিগত ২২ বছর যাবত হৃদয় মন্ডল এই বিদ্যালয়ের ক্লাস করাচ্ছেন। কিছু ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তি হৃদয় মন্ডলকে ষড়যন্ত্র ও চক্রান্ত করে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দিয়ে কারাগারে আটক রেখেছে। শান্তির ধর্ম ইসলামের নামে হিন্দুসহ অন্যান্য ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে আক্রোশ নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাকিস্তান আমল থেকে বর্তমান সময় পর্যন্ত সাম্প্রদায়িক অপশক্তি এক ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। এই অপশক্তি রাষ্ট্রে বিজ্ঞানমনস্ক মানুষ তৈরিতে অন্তরায়। নেতৃদ্বয় বলেন, রাষ্ট্রে সকল নাগরিকের জান মালের নিশ্চয়তার বিধান রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। নেতৃদ্বয় অবিলম্বে হৃদয় মন্ডলের নিঃশর্ত মুক্তি দাবি করেন। ঘটনার পিছনে যারা রয়েছে তাদের চিহ্নিত করে শাস্তির নিশ্চিত করার দাবি জানান। অনতিবিলম্বে জনগণের দীর্ঘদিনের দাবি জামাত-শিবিরসহ সকল সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

Share.