• ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা দিবসে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন

0

আজ ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সকাল ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত ‘শিখা চিরন্তন’-এ পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পার্টি কেন্দ্রীয় কমিটির নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, কমরেড জাকির হোসেন রাজু, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড বেনজির আহম্মেদ, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড শিউলি সিকদার প্রমুখ। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে নেতৃবৃন্দ একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুষ্ঠিবদ্ধ হাত তুলে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় নেতৃবৃন্দ বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ কে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও শোষণ মুক্তি গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন।

Share.