আজ ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে গণ আন্দোলনে ছাত্র-জনতার পুরোভাগে থেকে পুলিশের গুলিতে শহীদ হন তৎকালীন ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। আজ সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শহীদ আসাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ নিবেদন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মুস্তফা লুৎফুল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড আবুল হোসাইন, কমরেড জাকির হোসেন রাজু, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড কিশোর রায়, কমরেড মুর্শিদা আখতার নাহার, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতা কমরেড তৌহিদুর রহমান, কমরেড কাজী আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড শিউলী সিকদার, কমরেড আব্দুল আহাদ মিনার, কমরেড তাপস দাস, কমরেড মামুন মোল্লা সহ নেতৃবৃন্দ। উল্লেখ্য, ১৯৬৮ সালে ২৯ ডিসেম্বর মওলানা ভাসানীর ডাকে হাতিরদিয়ায় হাট হরতাল সফল করার জন্য আসাদ বিশেষ ভূমিকা পালন করেন। ঐ সময় হাট হরতালকারি দুজন কৃষক শহীদ হন, এবং তিনি মারাত্মক ভাবে আহত হয়ে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে আসা হয়। এরপর তিনি ৬৯’র গণআন্দোলনের জড়িয়ে পড়েন। তিনি শহীদ হওয়ার পর তার রক্তে ভেজা সার্ট নিয়ে আন্দোলনরত জনগণ শ্লোগান তোলে ‘আসাদের মন্ত্র জনগণতন্ত্র’।
শহীদ আসাদের স্মৃতির প্রতি ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধার্ঘ
0
Share.