সমতলের আদিবাসী নারীদের সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি। আজ ১৭ আগস্ট বিকেল ৫টায় হোটেল রয়েল প্যালেস হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির এই অভিমত বক্তব্যে প্রকাশ করেন। বাংলাদেশ সেন্টার ফর হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ববিতা কর্মকাস্থ।আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, সাবেক যুগ্ম সচিব এ.টি,এম নাসির মিয়া, মাহবুব আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য জননেতা রাশেদ খান মেনন বলেন, অদিবাসী সাংবিধানিক স্বীকৃতি সহ ভূমি অধিকার রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে।
সমতলের আদিবাসী নারীদেরকে সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে —– রাশেদ খান মেনন এমপি
0
Share.