ফিলিস্তিনি ভূমি জবর দখলকারী ইসরায়েলি সেনা বাহিনী কতৃক সাংবাদিক শিরিন আবু আকলে হত্যার প্রতিবাদে বাংলাদেশ যুব মৈত্রী জাতীয় প্রেসক্লাবের সামনে আজ এক প্রতিবাদ সভা করে। সভা শেষে যুব জনতা বিক্ষোভ মিছিল এবং ইসরাইলি পতাকায় অগ্নিসংযোগ করে।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য, বাংলাদেশ যুব মৈত্রীর সাবেক সভাপতি জননেতা কমরেড নুর আহমদ বকুল বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে নিশ্চিন্ন করার ইঙ্গ-মার্কিন-ইসরাইলি ষড়যন্ত্রে দশকের পর দশক ধরে ক্রমাগতভাবে ভূমি দখল এবং ফিলিস্থিনি নাগরিক হত্যার সংবাদ যেন বিশ^বাসী অবগত না হতে পারে সে কারণে সাংবাদিক হত্যার ধারাবাহিকতায় গত ১১ মে সাংবাদিক শিরিন আবু আকলেকে হত্যা করা হয়। তবে আবু আকলেকে হত্যা করে ফিলিস্তিনিদের ন্যায় সঙ্গত আন্দোলন রুখে দেওয়া যাবে না।
বাংলাদেশ যুব মৈত্রীর ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রীর সাবেক সভাপতি সাদাকাত হোসেন খান বাবুল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য কমরেড কিশোর রায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড বেনজির আহমেদ, বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সানি, সহ-সভাপতি আব্দুল আহাদ মিনার, সহ-সাধারণ সম্পাদক তাপস দাস, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক অতুলন দাস আলো প্রমুখ।
সাংবাদিক শিরিন আবু আকলেকে হত্যা করে ফিলিস্তিনিদের ন্যায় সঙ্গত আন্দোলন রুখে দেওয়া যাবে না —-বাংলাদেশ যুব মৈত্রী
0
Share.