সম্প্রতি সনাতন ধর্মালম্বীদের দূর্গাউৎসবে কুমিল্লা, চাঁদপুর,সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, পীরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা ও স্থানে
পূজাম-পে নৃশংসতা, হামলা, অগ্নিসংযোগ, লুটতরাজ, খুন-এরপ্রতিবাদে বাংলাদেশ যুব মৈত্রী আজ দুপুর ২টায় জাতীয় পতাকা হাতে
মিছিল পূর্ব সমাবেশ তোপখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সংগঠনেরসভাপতি সাব্বাহ আলী খান কলিন্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন
তৌহিদুররহমান, মোতাসিম বিল্লাহ সানি, আব্দুল আহাদ মিনার, কায়সার আলম,তাপস দাস, কাজী মাহমুদুল হক সেনা, মিজানুর রহমান,
টিপু সুলতান, ওমর ফারুক সুমন, মহানগর নেতা হযরত আলী সুমন, মাবুদ রানা তরুণ, মাইনুদ্দিন আহমেদ রাসেল প্রমুখ।
বক্তাগণ বলেন, সম্প্রতি সময়ে সনাতনী ধর্মালম্বীদের সর্বজনীন দুর্গাউৎসবে নৃশংসতা মুক্তিযুদ্ধ বিজয়ী বাংলাদেশে কোনো ভাবেই
গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ’৭২ এর সংবিধানের কোনো বিকল্প নাই। সমাজে ও রাষ্ট্রে শিক্ষা, সংস্কৃতি ও মানুষের
মনন বিকাশের পৃষ্ঠপোষকতা না থাকায় সমাজে সাম্প্রদায়িক মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ৭২ এর সংবিধান
অপরিহার্য। কোনো আপোষের কারণে সাম্প্রদায়িক সম্প্রতি ক্ষুন্ন হলে মহাবিপদের শংকার ইংগিত বহন করে।
নেতৃবৃন্দ, বাজারে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির জন্য সরকারের তীব্র সমলোচনা করেন। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি আনতে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার দাবি জানান। চাল, পেঁয়াজ,ভোজ্যতেলসহ কাঁচাবাজারের লাগামহীন ঊর্ধ্বগতি জনজীবনে
নাভিশ^াস তুলেছে। দেশের সকল মানুষের জানমালের নিরাপত্তাসহ এবংদ্রব্যমূল্যের লাগাম টেনে বাজারে স্বস্তি নিশ্চিত করার জন্য
সরকারের আন্তরিক সদিচ্ছার দাবি রাখেন।
জাতীয় পতাকা মিছিলটি পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট এবং দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাপ্ত হয়।