• ১৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কমরেড আনসার আলীকে অন্তিম শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও জানাজা শেষে দাফন সম্পন্ন

0

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লাকে অন্তিম শ্রদ্ধা জ্ঞাপন ও জানাজা শেষে দাফন সম্পন্ন হয় আজ ৭ জুন ’২৩ বুধবার। তিনি গত ৬ জুন বিকেল সাড়ে পাঁচটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। প্রয়াত কমরেড আনসার আলী মোল্লাকে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ (৭ জুন) সকাল ৯টায় ফুলতলা স্বাধীনতা চত্বরে তাঁর মৃতদেহ রাখা হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষে পার্টির পতাকা দিয়ে আচ্ছাদন করে শ্রদ্ধা নিবেদন করেন পলিট ব্যুরোর সদস্য প্রফেসর ডক্টর সুশান্ত দাস। পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির খুলনা জেলা নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ ফুলতলা উপজেলার নেতৃবৃন্দ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ফুলতলা উপজেলা শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ যুব মৈত্রী খুলনা জেলার নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র মৈত্রীর খুলনা জেলার নেতৃবৃন্দ, ফুলতলা শহীদ আসাদ-রফি গ্রন্থাগারের সদস্যবৃন্দ, ফুলতলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ, ফুলতলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, ফুলতলার ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময়ে প্রয়াত কমরেড আনসার আলী সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড প্রফেসর ড. সুশান্ত দাস, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্লা, অধ্যাপক আব্দুর রউফ, বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সহ-সভাপতি বি এম এ সালাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ফুলতলা উপজেলা সভাপতি কমরেড সন্ধীপন রায়, যুব মৈত্রীর খুলনা জেলা সভাপতি প্রভাষক রেজওয়ান প্রমুখ। শ্রদ্ধা অনুষ্ঠান শেষে আনসার আলীর মরদেহ ডাবুর মাঠে জানাজার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা অন্তে উপজেলা কবরস্থানে তাঁকে চির শয্যায় শায়িত করা হয়।

Share.